ঢাকা, রোববার, ২৪ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৪ ঘন্টা আগে
শিরোনাম

জাতীয় ঐক্যের ভিত্তিতেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে: জামায়াত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৪, ২২:১২  
আপডেট :
 ২৩ নভেম্বর ২০২৪, ২২:১৬

জাতীয় ঐক্যের ভিত্তিতেই অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে: জামায়াত
ছবি: প্রতিবেদক

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, আমরা আশাকরি দ্রুত সময়ের মধ্যেই প্রয়োজনীয় সংস্কার সম্পাদন করে জাতীয় ঐক্যের ভিত্তিতে বাংলাদেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দিতে হবে।

শনিবার (২৩ নভেম্বর) মানিকগঞ্জ জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। জেলা জামায়াতের আমীর হাফেজ মাওলানা মো. কামরুল ইসলামের সভাপতিত্বে এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়।

জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. নূরুল ইসলামের সঞ্চালনায় এ কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা অঞ্চল উত্তরের পরিচালক অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ এবং অঞ্চল টিম সদস্য ও সাবেক মানিকগঞ্জ জেলা আমীর মাওলানা মুহাম্মদ দেলাওয়ার হোসাইন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, স্বৈরাচারী হাসিনা পালিয়ে যেখানে যাবার কথা ঠিক সেখানেই গিয়েছে। তবে তিনি থেমে নেই। একের পর এক যড়যন্ত্র করেই যাচ্ছে। জুডিশিয়াল ক্যু, আনসার কাণ্ড, গার্মেন্ট সেক্টরে অশান্তি, বিদ্যুৎ সেক্টরে যড়যন্ত্র, পুলিশ-জনপ্রশাসন সহ সর্বত্র যড়ষন্ত্রে চেষ্টা করে যাচ্ছে। দেশ প্রেমিক ছাত্র-জনতা, সেনাবাহিনী কোন যড়ষন্ত্রকেই সফল হতে দেয়নি। দেশবাসী সজাগ আছে, আগামীতেও কোন যড়ষন্ত্রই সফল হতে দিবে না।

আওয়ামী লীগের নিষিদ্ধের প্রসঙ্গে তিনি বলেন, এটা এ দেশের জনগণের ব্যাপার। যারা দেশের মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছে, লাশ পুড়িয়েছে, দেশের ১৭ বিলিয়ন মার্কিন ডলার লুট করে পাচার করেছে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বকে যারা হেফাজত করতে পারেনি, যারা ২০০৬ সালের ২৮শে অক্টোরব লাশের উপর নৃত্য করেছে, যারা বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, যারা আগস্ট বিপ্লবের সময় প্রায় ২ হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে, যারা গণতন্ত্রের কথা বলে ফ্যাসিবাদ কায়েম করেছে তাদের কী জনগণ চায়? তারা কী এ দেশে রাজনীতি করার যোগ্যতা রাখে? জনগণ এই হত্যাকারীদের বিচার চায়। এ বাংলাদেশের মাটিতেই তাদের বিচার হতে হবে। ওনারা কী আবার নির্বাচনে আসবেন। তাদের আশা আর পূরণ হবে না।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ বলেন, ইসলামী রাষ্ট্র কায়েমের জন্যে আমাদের নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে। আমরা সবাইকে নিয়েই সুন্দর একটি বাাংলাদেশ গড়বো।

বাংলাদেশ জার্নাল/এএইচ/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত