ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

জুরাইনে সরে গেলেন বিক্ষোভকারীরা, ট্রেন চলাচল স্বাভাবিক

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১৬:৫১

জুরাইনে সরে গেলেন বিক্ষোভকারীরা, ট্রেন চলাচল স্বাভাবিক
জুরাইনে রিকশাচালকেরা ব্যাটারিচালিত রিকশা সড়কে চলতে দেয়ার দাবিতে রেললাইন অবরোধ করেন। ওই সময় তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। ছবি: সংগৃহীত

রাজধানীর জুরাইনে ব্যাটারিচালিত রিকশাচালকরা সড়ক ও রেলপথ ছেড়ে দেয়ার পর ঢাকা-পদ্মা সেতু রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

শুক্রবার (২২ নভেম্বর) বেলা ৩টায় ওই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশনের মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, বিকেল ৩ টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ এবং পদ্মাসেতু হয়ে রাজশাহী ও খুলনাগামী ট্রেন চলাচল শুরু হয়েছে।

এর আগে আজ সকাল ১১ টার দিকে রিকশাচালকেরা ব্যাটারিচালিত রিকশা সড়কে চলতে দেয়ার দাবিতে রেললাইন অবরোধ করেন।

রেলওয়ে কর্মকর্তারা জানিয়েছেন, জুরাইনে রেললাইনে অটোরিকশাচালকদের অবস্থানের কারণে ঢাকা-নারায়ণগঞ্জ রুট এবং ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ট্রেন চলাচল বন্ধ ছিল।

এর আগে শুক্রবার দুপুরে জুরাইনে সড়ক ও রেলপথ অবরোধ করেন ব্যাটারিচালিত রিকশাচালকরা। এতে আটকা পড়ে নারায়ণগঞ্জ ও নকশীকাঁথা নামে দুটি কমিউটার ট্রেন। এছাড়া বিক্ষোভকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা জানান, হাইকোর্ট থেকে অটোরিকশা বন্ধের যে নির্দেশনা দেয়া হয়েছে, তা প্রত্যাহার করতে হবে। যতক্ষণ পর্যন্ত অটোরিকশা চালানোর অনুমতি না দেয়া হবে, ততক্ষণ পর্যন্ত কর্মসূচি চলবে।

আরও পড়ুন: জুরাইনে পুলিশ-ব্যাটারিচালিত রিকশাচালকদের সংঘর্ষ, রেললাইন অবরোধ

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত