এবার সম্পদের হিসাব দিতে হবে রাজউক কর্মকর্তাদের
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৪, ১৭:০৭
সরকারি কর্মচারীদের পর এবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিল করতে নির্দেশ দেয়া হয়েছে। শুক্রবার (২২ নভেম্বর) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ সূত্রে এ তথ্য জানা গেছে।
এর আগে রাজউকের পরিচালক (প্রশাসন) মমিন উদ্দিন একটি অফিস আদেশ জারি করে কর্মকর্তাদের সম্পদের হিসাব দিতে নির্দেশনা দিয়েছেন।
তিনি জানান, রাজউকের ৯ম গ্রেডে ও তদূর্ধ্ব কর্মকর্তাদের এবং অবশিষ্ট গ্রেড ১০ থেকে অন্য গ্রেডের কর্মকর্তাদের সম্পদ বিবরণী আগামী ৩০ নভেম্বর মধ্যে চেয়ারম্যান দপ্তরে দাখিল করতে হবে।
প্রসঙ্গত, গত পহেলা সেপ্টেম্বর সরকারি কর্মচারীদের সম্পদ বিবরণী দাখিলের নির্দেশনা দেয় অন্তর্বর্তী সরকার। সরকারি কর্মচারীদের মধ্যে যাদের আয় করসীমার নিচে তাদের আয়কর রিটার্ন জমা দিতে হয় না। তবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জানা যায়, আয় করসীমার ওপরে হোক বা নিচে- সবাইকে সরকারের কাছে সম্পদ বিবরণী জমা দিতে হবে। আয়কর রিটার্নের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই।
বাংলাদেশ জার্নাল/এফএম