ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

বিয়ের পিঁড়িতে বসা হলো না তামান্নার, জানাজায় অংশ নিলেন পাত্র

  প্রতিনিধি

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ২২:৪১

বিয়ের পিঁড়িতে বসা হলো না তামান্নার, জানাজায় অংশ নিলেন পাত্র
ডেঙ্গু জ্বর কেড়ে নিল তামান্নার প্রাণ। ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ডেঙ্গু জ্বর কেড়ে নিল তামান্নার প্রাণ। ফলে বিয়ের পিঁড়িতে বসা হলো না তার। ভাটিয়ারী ইউনিয়নের মাদাম বিবিরহাট এলাকার ইসরাত জাহান তামান্নার (২২) সঙ্গে আগামী ১৬ ডিসেম্বর বিয়ের দিন ধার্য ছিল ওমানপ্রবাসী যুবক মোহাম্মদ সাহেদের। বিয়ের অনুষ্ঠানের জন্য কমিউনিটি সেন্টারও ভাড়া করা হয়েছি। বিয়ের জন্য ওমান থেকে দেশে ফেরারও প্রস্তুতি নিচ্ছিলেন সাহেদ। কিন্তু কে জানত, এর মধ্যেই ডেঙ্গু কেড়ে নেবে তামান্নার প্রাণ। তামান্নার মৃত্যুর খবর শুনে সাহেদ দেশে এসেছেন। অংশ নিয়েছেন হবু স্ত্রীর জানাজায়।

তামান্না মাদাম বিবিরহাটের দিদারুল আলমের মেয়ে। চট্টগ্রাম নগরীর বলিরহাট এলাকার আব্দুর রহিমের ছেলে সাহেদ।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক দিন আগে হঠাৎ তামান্নার জ্বর দেখা দেয়। দিন দিন শারীরিক অবস্থার অবনতি হলে একটি ডায়াগনস্টিক সেন্টারে পরীক্ষা করালে তার ডেঙ্গু ধরা পড়ে। পরে তাকে চট্টগ্রামের দুটি বেসরকারি ক্লিনিকে পর্যায়ক্রমে ভর্তি করা হয়। এর মধ্যে আইসিইউতে থাকা অবস্থায় গত বুধবার রাতে তামান্না মারা যান।

সাহেদ জানান, বিয়ের জন্য ওমান থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছিলেন তিনি। কিন্তু ওমান বিমানবন্দরে থাকা অবস্থাতেই জানতে পারেন ডেঙ্গু কেড়ে নিয়েছেন তার হবু স্ত্রীকে। তারপরও গতকাল বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বিমানবন্দরে পৌঁছান। এরপর সরাসরি এসে তামান্নার জানাজায় অংশ নেন। বেলা ১১টার দিকে মাদাম বিবিরহাট শাহাজাহানী শাহ (র.) মাজার মাঠে জানাজা অনুষ্ঠিত হয়।

তামান্নার মামা শাহেদ মিয়া বদি বলেন, মনকে বোঝাতে পারছি না। ভাগনিকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু ভুল চিকিৎসার কারণে আমার ভাগনি মারা যায়। যেখানে আমার ভাগনি বধূ সেজে বরের বাড়িতে যেত, আজ তাকে কবরে যেতে হলো।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত