ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

রেলপথ মন্ত্রণালয়ে যুক্ত হলো ৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ১৩:২৫

রেলপথ মন্ত্রণালয়ে যুক্ত হলো ৫ নির্বাহী ম্যাজিস্ট্রেট
ফাইল ছবি

অনিয়ম রোধে রোধে রেলপথ মন্ত্রণালয়ে ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে। মূলত যাত্রী পরিবহনে শৃঙ্খলা ও টিকিট কালোবাজারি রোধে তাদের নিয়োগ দেয়া হয়।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে নিয়োগের বিষয়টি জানা যায়।

প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ে যোগদান করা সিনিয়র সহকারী সচিব দিপন দেবনাথ, রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. আব্দুল কাইয়ুম খান, নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মিজ কাশপিয়া তাসরিন, ঘাটাইল উপজেলা ভূমি অফিসের সহকারী কমিশনার (ভূমি) কিশোর কুমার দাস এবং সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার মো. আশরাফ আলীকে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালনের জন্য রেলওয়ে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হলো।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত