ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৩৯ মিনিট আগে
শিরোনাম

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় অবহেলা, স্বাস্থ্য সেবা সচিবকে বদলি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ১৯:২৫

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় অবহেলা, স্বাস্থ্য সেবা সচিবকে বদলি
এম এ আকমল হোসেন আজাদ ও মো. সাইদুর রহমান। ছবি: সংগৃহীত

এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক সাইদুর রহমানকে স্বাস্থ্য সেবা বিভাগের সচিবের দায়িত্ব দেয়া হয়েছে। অন্যদিকে, গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় অবহেলার অভিযোগ প্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব এম এ আকমল হোসেন আজাদকে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে।

এছাড়া আলাদা এক প্রজ্ঞাপনে রেলপথ মন্ত্রণালয়ের সচিব আবদুল বাকীকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করা হয়েছে। তার দায়িত্বে আনা হয়েছে সেতু বিভাগের সচিব মো. ফাহিমুল ইসলামকে।

বুধবার (২০ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। চুক্তিভিত্তিতে নিয়োজিত রেলপথ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব আজাদকে গত ২০ অগাস্ট স্বাস্থ্য সেবা বিভাগের জ্যেষ্ঠ সচিবের দায়িত্ব দেয়া হয়েছিল।

এর আগে গত ১৩ নভেম্বর দুপুরে সুচিকিৎসা ও পুনর্বাসনের দাবিতে ঢাকার পঙ্গু হাসপাতালের সামনে শ্যামলী-আগারগাঁও সড়ক অবরোধ করে রাখেন কোটা সংস্কার ও আওয়ামী লীগ সরকার পতনের সময় আন্দোলনে আহতরা।

ওইদিন গভীর রাতে চার উপদেষ্টা হাজির হয়ে দাবি বাস্তবায়নসহ বৈঠকের প্রতিশ্রুতি দেয়ার পর হাসপাতালে ফেরেন তারা। পরদিন তাদের প্রতিনিধির সঙ্গে সচিবালয়ে সরকারের বৈঠক হয়, যাতে অবহেলায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেয়া হয়।

বাংলাদেশ জার্নাল/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত