ঢাকা, বুধবার, ২০ নভেম্বর ২০২৪, ৫ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ১২ মিনিট আগে
শিরোনাম

যুক্তরাষ্ট্রের প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক গোলাম মোর্তোজা

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৪, ০৯:০২  
আপডেট :
 ২০ নভেম্বর ২০২৪, ০৯:০৫

যুক্তরাষ্ট্রের প্রেস মিনিস্টার হলেন সাংবাদিক গোলাম মোর্তোজা
সাংবাদিক গোলাম মোর্তোজা। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে প্রেস মিনিস্টার পদে নিয়োগ পেয়েছেন সাংবাদিক গোলাম মোর্তোজা। মঙ্গলবার (১৯ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। তাঁকে সচিব পদমর্যাদায় চুক্তি ভিত্তিতে নিয়োগ দেয়া হয়েছে।

এতে বলা হয়, গোলাম মোর্তোজাকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছর মেয়াদে মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসের প্রেস উইংয়ে মিনিস্টার (প্রেস) পদে সচিব পদমর্যাদায় চুক্তিভিত্তিক নিয়োগ করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এই নিয়োগের অন্যান্য শর্ত চুক্তিপত্র দ্বারা নির্ধারিত হবে।

প্রসঙ্গত, গোলাম মোর্তোজা বর্তমানে ডেইলি স্টার বাংলা ভার্সনের সম্পাদকের দায়িত্বে রয়েছেন। ‘শান্তিবাহিনী : গেরিলা জীবন’, ‘ফজলে হাসান আবেদ ও ব্র্যাকসহ বেশকিছু বই লিখেছেন তিনি।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত