ঢাকা, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০২৪, ৪ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

প্রশিক্ষণরত আরও ৩ এসআই বরখাস্ত

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৪, ১৫:৪১

প্রশিক্ষণরত আরও ৩ এসআই বরখাস্ত
ফাইল ছবি

রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের কারণে প্রশিক্ষণরত আরও তিনজন শিক্ষানবিশ উপ-পরিদর্শককে (এসআই) চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে।

গতকাল সোমবার পুলিশ একাডেমি কর্তৃপক্ষ এ সংক্রান্ত আদেশ জারি করে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর।

তিনি জানান, প্রশিক্ষণ মাঠে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের যথাযথ জবাব দিতে ব্যর্থ হওয়ায় তাদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

বরখাস্ত হওয়া ৩ জনকে গত ১৩ নভেম্বর শোকজ করা হয়েছিল। ওই চিঠিতে উল্লেখ করা হয়, ১২ নভেম্বর রাতে জিমনেসিয়ামে ক্যাডেট এসআইদের কমবাইন্ড ক্লাস ছিল। ক্লাসে যাওয়ার সময় কোম্পানির সিএইচএম যথাসময়ে ফলইন করান। কিন্তু কিছুদূর যাওয়ার পর তারা মূল দল থেকে আলাদা হয়ে যান। বারবার সঠিকভাবে মার্চিং করতে বলা হলেও তারা কমাণ্ড অমান্য করে উচ্চস্বরে হইচই করেন। এমন আচরণ বাংলাদেশ পুলিশ একাডেমির নিয়ম-শৃঙ্খলার পরিপন্থী বলে সিএইচএম লিখিত প্রতিবেদন দাখিল করেন।

এরপর কেন তাদের চাকরি থেকে অব্যাহতি দেয়া হবে না, তা জানতে তিন দিনের মধ্যে ব্যাখ্যা চাওয়া হয়। তবে তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় বরখাস্ত করা হয় বলে জানা গেছে।

এর আগে, গত ২১ অক্টোবর ৪০তম ক্যাডেট এসআই ব্যাচের ২৫২ জন এবং ৪ নভেম্বর আরও ৫৮ জনকে বরখাস্ত করা হয়। তাদের বিরুদ্ধেও ঔদ্ধত্যপূর্ণ আচরণ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ ছিল। সব মিলিয়ে এ ব্যাচ থেকে ৩১৩ জন প্রশিক্ষণার্থীকে বরখাস্ত করা হলো।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত