নরসিংদীতে জমি নিয়ে টেঁটা যুদ্ধ, আহত ১২
শুভ্রজিৎ সাহা পিয়াল, নরসিংদী
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ১৭:৩৫
নরসিংদীর রায়পুরা উপজেলার কালিকাপুর গ্রামে জমি সংক্রান্ত পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই বংশের মধ্যে টেঁটা সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার দুপুরে উপজেলার কালিকাপুর গ্রামের মনসুর আলীর বাড়ি ও সাবুদ আলীর বাড়ির বংশের লোকজন সংঘর্ষে জড়ায়। এ ঘটনায় দুইপক্ষের অন্তত ১২ জন আহত হয়েছে।
আহতরা প্রত্যেকেই কালিকাপুর গ্রামের। আহতদের মধ্যে মকবুল মিয়া চোখের উপরে ককটেল বিস্ফোরণে আঘাত পেয়ে ঢাকায় চিকিৎসাধীন আছেন। এছাড়া অন্যান্যরা রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও স্থানীয়ভাবে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, জমি সংক্রান্ত বিরোধ কেন্দ্র করে উপজেলার কালিকাপুর গ্রামের মনসুর আলীর বাড়ি ও সাবুদ আলীর বাড়ির বংশের লোকজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। এরই জের ধরে সোমবার দুই পক্ষের সমর্থকরা টেঁটা-বল্লমসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হয়। পরে তাদের উদ্ধার করে রায়পুরা হাসাপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জব্বার বলেন, জমি সংক্রান্ত বিরোধ নিয়ে ধাওয়া, পালটা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। বেশ কয়েকজন আহত হয়েছে শুনেছি। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। এ ঘটনায় এখনো কোনো পক্ষের অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ জার্নাল/এমপি