ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

লালমনিরহাটে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৪, ১০:২৭

লালমনিরহাটে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড

মাদক নিয়ে বিরোধের জের ধরে হত্যাকাণ্ডের শিকার লালমনিরহাটের হাতীবান্ধার বহুল আলোচিত একরামুল হক হত্যা মামলায় তিন জনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ৯ জন আসামির মধ্যে ৬ জনকে খালাসও দেয় আদালত।

মঙ্গলবার লালমনিরহাটে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহা. আদিব আলী এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- হাতীবান্ধা উপজেলার রমনীগঞ্জএলাকার মৃত তফসির উদ্দিনের ছেলে শামীম হোসেন, একই এলাকার মো. আব্দুস সোবহানের ছেলে নুর হাই এবং নজির হোসেনের ছেলে কবির হোসেন।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ১৮ জুলাই মাসে নুর হাইয়ের সাথে মাদক ব্যবসা নিয়ে একরামুলের বিরোধ তৈরী হয়। সেই বিরোধের জের ধরে একরামুলকে কৌশলে মাদক সেবন করার কথা বলে সানিয়াজান নদীর তীরে নিয়ে যায। সেখানে আগে থেকে অপেক্ষা করা নুর হাইয়ের অপর দুই সহযোগী শামীম হোসেন ও কবির হোসেনসহ মাদক সেবন করে। এ সময় তারা একরামুলকে অতিরিক্ত মাদক সেবন করার পর অচেতন করে একরামুল হককে তিনজন মিলে হত্যা করে নদীর বালুর নিচে লাশ গুম করে রাখে।

বেশ কয়েকদিন নিখোঁজ থাকার পর একরামুলের স্ত্রী মনিরা ইয়াছমিন বাদি হয়ে নুর হাইকে প্রধান করে ৯ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ নুর হাইকে গ্রেপ্তার করে জিজ্ঞাসাবাদ করলে একরামুলকে হত্যার বিষয়টি তিনি স্বীকার করেন। এই হত্যাকাণ্ডের সময় তাকে কবির হোসেন ও শামীম হোসেন তাকে সহযোগিতা করেন বলেও স্বীকারোক্তিতে উল্লেখ করেন।

একরামুল হক হত্যা মামলার রায়ের বিষয়টি নিশ্চিত করে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পুলিশ পরিদর্শক আব্দুর রাজ্জাক বলেন, একরামুল হত্যা মামলার রায়ে আদালত নুর হাই, কবির হোসেন ও শামীম হোসেনকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যু না হওয়া পর্যন্ত আদেশ এবং বাকি ৬ আসামিকে খালাস দিয়েছেন।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত