ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ আপডেট : ৮ ঘন্টা আগে
শিরোনাম

মধ্যরাতে নারীর ব্যাগ তল্লাশি করতে গিয়ে ধাওয়া খেল দুই ছাত্র

  প্রতিনিধি

প্রকাশ : ১২ নভেম্বর ২০২৪, ১৯:৫৪

মধ্যরাতে নারীর ব্যাগ তল্লাশি করতে গিয়ে ধাওয়া খেল দুই ছাত্র
ফাইল ছবি

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার লালদিঘী সিনেমা প্যালেস এলাকায় মধ্যরাতে এক নারীর ব্যাগ তল্লাশি করতে গিয়ে জনরোষের শিকার হয়েছেন দুই ছাত্র। উপস্থিত জনতা তাদেরকে পিটুনি দিতে চাইলে পুলিশ গিয়ে উদ্ধার করে।

ওই দুই ছাত্র হলেন- মো. সাব্বির ও মো. রায়হান। তারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে নগরের কোতোয়ালি থানার সিনেমা প্যালেস এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে দুজনকে উদ্ধার করে। মুচলেকা নিয়ে তাদের আবার ছেড়ে দেয়া হয়।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নগরের সিনেমা প্যালেস এলাকায় যৌনকর্মী সন্দেহে কয়েকজন নারীকে তাড়া করেন ওই দুই ছাত্র। এ সময় এক নারী একটি হোটেলে আশ্রয় নেন। তার পেছনে পেছনে দুই ছাত্র হোটেলে উঠলেও তাকে আর খুঁজে পাননি। হোটেল থেকে নেমে একটি বাসের পেছনে আরেক নারীর পথরোধ করেন তারা। তার ব্যাগে জন্মনিয়ন্ত্রণসামগ্রী রয়েছে কি না, তা তল্লাশি করে দেখেন। একপর্যায়ে ওই নারীর স্বামী ঘটনাস্থলে উপস্থিত হন। স্থানীয় লোকজন ওই দুজনকে মারতে উদ্যত হলে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই ছাত্রকে থানায় নিয়ে আসে।

নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) তারেক আজিজ বলেন, ওই নারী ও তার স্বামী থানায় এসেছিলেন। তারা এই বিষয়ে কোনো অভিযোগ দেননি। তাই মুচলেকা নিয়ে দুই ছাত্রকে ছেড়ে দেয়া হয়েছে। দুই ছাত্র নিজেদের সমন্বয়ক পরিচয় দিলেও তা নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও বলেন, ব্যাগ তল্লাশি করা ছাত্রদের কাজ নয়। কেউ যাতে আইন নিজের হাতে তুলে না নেন। তবে ওই দুই ছাত্র সমন্বয়ক কি না, জানতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, চট্টগ্রামের সমন্বয়ক রাসেল আহমেদের মোবাইল ফোনে কয়েক দফা কল করেও তার বক্তব্য জানা যায়নি।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত