ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ আপডেট : ১৩ মিনিট আগে
শিরোনাম

গাইবান্ধায় লরিচাপায় মা-ছেলেসহ নিহত ৩

  প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ২২:২৭

গাইবান্ধায় লরিচাপায় মা-ছেলেসহ নিহত ৩
ফাইল ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে লরির চাপায় মা ও ছেলেসহ ভ্যানে থাকা তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয় দুজন।

সোমবার দুপুরে গোবিন্দগঞ্জ উপজেলার গোবিন্দগঞ্জ-দিনাজপুর সড়কের সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় এই দুর্ঘটনা হয়।

নিহতরা হলেন— উপজেলার দরবস্ত ইউনিয়নের নয়াপাড়া গ্রামের বাসিন্দা আব্বাস উদ্দিনের স্ত্রী ঝর্ণা বেগম ও ছেলে জিহাদ মিয়া এবং ভ্যানচালক আব্দুল খালেক।

নিহত ঝর্ণা বেগমের স্বজনরা জানান, ঘটনাস্থলেই ঝর্ণা বেগমের মৃত্যু হয়। পরে হাসপাতালে জিহাদ ও আব্দুল খালেকের মৃত্যু হয়েছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, চার যাত্রী নিয়ে ভ্যানটি গোবিন্দগঞ্জের দিকে আসছিল। সাহেবগঞ্জ বাগদা ফার্ম এলাকায় পৌঁছালে ভ্যানটির এক্সেল ভেঙে যায়। এসময় চালকসহ যাত্রীরা রাস্তার ওপর ছিটকে পড়ে। এসময় দিনাজপুরের দিকে যাওয়া একটি তেলের লরি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই ঝর্ণা বেগমের মৃত্যু হয়।

ওসি আরও বলেন, বাকি চারজনকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় জিহাদ মিয়া ও ভ্যানচালক আব্দুল খালেকের মৃত্যু হয়। তবে ঘাতক লরিটি আটক করা সম্ভব হয়নি।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত