ঢাকা, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

‘মুজিব’ সিনেমায় তিশা, সমালোচনার জবাবে যা বললেন ফারুকী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ২১:০৯

‘মুজিব’ সিনেমায় তিশা, সমালোচনার জবাবে যা বললেন ফারুকী
‘মুজিব’ সিনেমায় সহশিল্পীদের সঙ্গে নুসরাত ইমরোজ তিশা ও স্বামী মোস্তফা সরয়ার ফারুকী। সংগৃহীত ছবি

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথগ্রহণের পর সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। গতকাল রোববার সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে তাকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি। সোমবার (১১ নভেম্বর) নিজ কর্মক্ষেত্র সচিবালয়ে যোগ দিয়েই সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা ফারুকী।

এ সময় বিভিন্ন বিষয় নিয়ে কথা বলার ফাঁকে উঠে আসে তার স্ত্রী অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমায় অভিনয়ের বিষয়টি। কেননা, রোববার ফারুকী অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথগ্রহণের পরই তার স্ত্রীকে নিয়ে শুরু হয় নানা সমালোচনা।

বঙ্গবন্ধুর বায়োপিকে অভিনেত্রী তিশার কাজ করা এবং এ নিয়ে সমালোচনা প্রসঙ্গে জানতে চাওয়া হলে ফারুকী বলেন, আমি কোনো ধরনের উসকানিমূলক প্রশ্নের উত্তর দেব না। আমাকে আপনারা যেকোনো প্রশ্ন করলে জবাব দেব। তবে যে প্রশ্ন উসকানি তৈরি করে, এমন কোনো প্রশ্ন করবেন না।

এরপরই এ নির্মাতা শিল্পকলায় নাটক বন্ধের ব্যাপারে বলেন, বিষয়টি আমি জানি। আমি একটা কথা বলতে চাই, এই সরকার কখনো শিল্পের জন্য বাঁধা হয়ে দাঁড়ায়নি। আগামীতে বাঁধার কারণ হয়ে দাঁড়াবেও না। তবে আমাদের কিছু বিষয় মাথায় রাখতে হবে। যারা শিল্পের চর্চা করেন, তাদেরও কিছু দায়িত্ব রয়েছে।

ফারুকী বলেন, আমরা সবাই এটা জানি জুলাইতে দেশে গণহত্যা হয়েছে, এমন না যে শুধু সরকার পতন হয়েছে। এতে যদি জনগণ জয়ী না হতো তাহলে আজ এখানে থাকতাম না আমি, থাকতাম জেলে। এমনটা আমাদের অনেকের সঙ্গেই হতো।

তিনি আরও বলেন, জুলাইতে যারা গণহত্যা চালিয়েছে, তাদেরও বিচার করবে সরকার। যারা এর সঙ্গে সরাসরি জড়িত ছিল তাদেরও বিচার হবে। এখন হত্যার সঙ্গে যুক্ত অপরাধীকে যদি বাঁচানোর জন্য ফিফথ হ্যান্ড অপরাধীরা বিশৃঙ্খলা করে, তাহলে তা সামগ্রিকভাবে সংস্কৃতির জন্য ভালো কিছু হবে না।

প্রসঙ্গত, রোববার (১০ নভেম্বর) ফারুকীসহ মোট তিনজন উপদেষ্টা শপথগ্রহণ করেছেন। বাকি দু’জন হলেন ব্যবসায়ী শেখ বশিরউদ্দীন ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত