ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ আপডেট : ১০ মিনিট আগে
শিরোনাম

প্রত্যাহারের দুই ঘণ্টা পর ফের শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ

  প্রতিনিধি

প্রকাশ : ১১ নভেম্বর ২০২৪, ১৮:১৯

প্রত্যাহারের দুই ঘণ্টা পর ফের শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
গাজীপুর নগরের মালেকের বাড়ি এলাকায় বকেয়া বেতনের দাবিতে টিএনজেড অ্যাপারেলসের শ্রমিকরা সড়ক অবরোধ করে। ছবি: সংগৃহীত

গাজীপুর নগরের মালেকের বাড়ি এলাকায় বকেয়া বেতনের দাবিতে টিএনজেড অ্যাপারেলসের শ্রমিকরা গত শনিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার পর সোমবার দুপুরে কর্মসূচি প্রত্যাহার করেছিলেন। তবে এর ২ ঘণ্টা পর বিকেল চারটার দিকে আবারও তারা মহাসড়ক অবরোধ কর্মসূচি শুরু করেছেন।

এ বিষয়ে কারখানার শ্রমিকরা জানান, এর আগেও তাদের বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দেয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তারা বেতন পাননি। তাদের অ্যাকাউন্টে যখন টাকা আসবে, ঠিক তখনই কর্মসূচি প্রত্যাহার করা হবে বলে জানান তারা।

পুনরায় অবরোধ করা প্রসঙ্গে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) ইব্রাহিম খান বলেন, অবরোধ তুলে নেয়ার ঘোষণা দেয়ার পর আজ বেলা দুইটার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। কিন্তু বিকেল চারটার দিকে আবার মহাসড়ক অবরোধ করেছেন শ্রমিকরা।

এর আগে আজ দুপুরে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীর মালেকের বাড়ি এলাকায় টিএনজেড গ্রুপের শ্রমিকরা টানা ৫৫ ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করার পর তারা অবরোধ প্রত্যাহার করে নিয়েছিলেন।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ-২ এর পুলিশ সুপার সারোয়ার আলম বলেন, শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়টি সরকারিভাবে পরিশোধের আশ্বাস প্রদান করা হলে তারা অবরোধ তুলে নেন। এখন ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

৫৩ ঘণ্টা ধরে চলা এই অবরোধ বিষয়ে গাজীপুর মেট্টোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার ইব্রাহিম খান বলেন, আমরা শনিবার আন্দোলনের শুরু থেকেই গাজীপুর মেট্টোপলিটন পুলিশের ক্রাইম ডিভিশন, ট্রাফিক ডিভিশন, আমাদের শিল্পপুলিশ ও যৌথবাহিনী সবাই মিলে কলম্বিয়া গার্মেন্টসের সামনে টিএনজেডের শ্রমিক ভাইয়েরা যে অবরোধ করে রেখেছেন, আমরা তাদের বারবার বলেছি রাস্তাটা ছেড়ে দিয়ে সরে যাওয়ার জন্য। কিন্তু তারা বকেয়া বেতনের দাবিতে রাস্তা ছাড়তে রাজি হননি। আমরা মালিক পক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। মালিকপক্ষ গত মঙ্গলবার বলেছিল, বৃহস্পতিবার তাদের স্যালারি দেবে। কিন্তু দেয় নাই। এরপরও আমরা শ্রমিকদের রাস্তা ছাড়তে অনুরোধ করেছি, কারণ এই মহাসড়ক দিয়ে প্রচুর লোক যাতায়াত করেন। এ ছাড়াও এই এলাকাটি শিল্প অধ্যুষিত।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত