ঢাকা, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে ট্রাম্পের ছবি-প্ল্যাকার্ডসহ গ্রেপ্তার ১০

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ১৭:৪৬

আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে ট্রাম্পের ছবি-প্ল্যাকার্ডসহ গ্রেপ্তার ১০
আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্ল্যাকার্ডসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের কর্মসূচিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্ল্যাকার্ডসহ ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে মিছিল ও সমাবেশের চেষ্টা করার সময় এই ১০ জনকে গ্রেপ্তার করা হয়। রোববার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমানের স্বাক্ষর করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেপ্তার ব্যক্তিদের নাম উল্লেখ করা হয়নি বিজ্ঞপ্তিতে।

রোববার জিপিও–সংলগ্ন শহীদ নূর হোসেন চত্বরে আওয়ামী লীগ নূর হোসেন দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি ঘোষণা করে। এ কর্মসূচিকে ঘিরে পুলিশ গতকাল রাতভর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

ছাত্র–জনতার অভ্যুত্থানের ৫ আগস্ট আওমী লীগ সরকারের পতন হয়। পতনের পর নূর হোসেন দিবস উপলক্ষে আওয়ামী লীগের এটিই প্রথম কর্মসূচি।

ডিএমপি জানিয়েছে, শনিবার অন্তত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের মধ্যে সম্প্রতি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ভাইরাল হওয়া কথিত অডিও ক্লিপের নির্দেশনা বাস্তবায়নকারীসহ বেশ কয়েকজন আওয়ামী লীগ কর্মী রয়েছেন। গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে উসকানিমূলক পোস্টার, ছবিসহ প্ল্যাকার্ড এবং নগদ অর্থসহ বিপুল পরিমাণ আলামত উদ্ধার করা হয়েছে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ। তালেবুর রহমান বলেছেন, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া অডিও ক্লিপে শেখ হাসিনা তার দলের নেতাকর্মীদের দিয়ে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্টের ছবি ও যুক্তরাষ্ট্রের পতাকা ব্যবহার করে মিছিল সমাবেশের মাধ্যমে সেই ছবি ও প্ল্যাকার্ড ঢাল হিসেবে ব্যবহার করার নির্দেশ দেন।

পুলিশ বলছে, বাংলাদেশের বন্ধু প্রতিম রাষ্ট্র যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিনষ্টের অপচেষ্টার অংশ হিসেবে তারা এই অপতৎপরতার পরিকল্পনা করেছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত