ঢাকা, রোববার, ০৫ জানুয়ারি ২০২৫, ২১ পৌষ ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

লা মেরিডিয়ান হোটেলে আইসক্রিম নিয়ে সংঘর্ষ, আহত ২

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ২০:৫৪

লা মেরিডিয়ান হোটেলে আইসক্রিম নিয়ে সংঘর্ষ, আহত ২
ছবি: সংগৃহীত

রাজধানীর অভিজাত হোটেল লা মেরিডিয়ানে চাহিদা অনুযায়ী আইসক্রিম দিতে না পারায় একদল শিক্ষার্থীর সঙ্গে নিরাপত্তারক্ষীদের সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম।

শনিবার (৯ নভেম্বর) দুপুর থেকে ১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিম খাওয়ার অফার লুফে নিতে হোটেলটির সামনে জড়ো হতে থাকেন আইসক্রিমপ্রেমিরা। পরে দুপুর ২টার দিকে স্টক ফুরিয়ে গেলে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম বলেন, রাজধানীর লা মেরিডিয়ান হোটেল কর্তৃপক্ষ ১০০ টাকায় আনলিমিটেড আইসক্রিম খাওয়ার একটি অফার দিয়েছিল। অফার অনুযায়ী আইসক্রিম প্রেমিরা দুপুর থেকে হোটেলের সামনে হাজির হতে থাকেন। কিন্তু দুপুর একটা পর পর অফারের আইসক্রিম শেষ হয়ে যায়। তখনও অনেক ক্রেতা আইসক্রিম পাননি। তাদের মধ্যে একদল শিক্ষার্থী হোটেল কর্তৃপক্ষের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এসময় হোটেলের নিরাপত্তাকর্মী ও শিক্ষার্থীর মধ্যে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজন আহত হয়েছেন। তবে প্রাথমিকভাবে আহতদের নাম পরিচয় জানা যায়নি।

তিনি আরও বলেন, পরে হোটেল কর্তৃপক্ষ সেনাবাহিনী ও পুলিশকে খবর দিলে তারা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। পরে ক্রেতা ও হোটেল কর্তৃপক্ষের মধ্যে বিষয়টি সুরাহা হয়।

বাংলাদেশ জার্নাল/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত