ঢাকা, শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

স্কুলের বারান্দায় যুবককে কুপিয়ে হত্যা

  প্রতিনিধি

প্রকাশ : ০৯ নভেম্বর ২০২৪, ১৯:৫২

স্কুলের বারান্দায় যুবককে কুপিয়ে হত্যা
পিয়াল হাসান | সংগৃহীত ছবি

যশোরের ঝিকরগাছায় স্কুলের বারান্দায় পিয়াল হাসান (৩০) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার মোবারকপুর ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বারান্দায় এ ঘটনা ঘটে।

নিহত পিয়াল মোবারকপুর এলাকার কিতাব আলীর ছেলে। বিষয়টি নিশ্চিত করেন ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান।

স্থানীয় সূত্রে জানা যায়, কিছু অজ্ঞাত ব্যক্তিদের সঙ্গে পিয়ালের ঝামেলা চলছিল। তারই জের ধরে দুপুর দেড়টার দিকে দুর্বৃত্তরা খুলনা-বেনাপোল রেল রোডে ঝিকরগাছা পৌর সদরের রেলস্টেশনের প্ল্যাটফর্মের ওপর বোমা মেরে এলাকার মধ্যে ত্রাস সৃষ্টি করে। এ সময় পিয়ালকে তাড়িয়ে মোবারকপুর গ্রামের ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ভেতরে নিয়ে যাওয়া হয়। পরে স্কুল ভবনের বারান্দায় এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

পরবর্তীতে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি বাবলুর রহমান বলেন, পূর্ব শত্রুতার জের ধরে পিয়াল নিহত হয়েছেন। ময়নাতদন্তের জন্য তার মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত