ঢাকা, শুক্রবার, ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

অন্তঃসত্ত্বা গৃহবধূকে পি’টিয়ে হত্যা

  সাভার প্রতিনিধি

প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৪, ২১:০১

অন্তঃসত্ত্বা গৃহবধূকে পি’টিয়ে হত্যা
ফাইল ছবি

ধামরাইয়ে পারিবারিক কলহে কুলসুম আক্তার (৩০) নামে চার মাসের অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতের অভিযোগে আমিনা (৬০) নামে নানী শাশুড়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকালের দিকে উপজেলার ভাড়ারিয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের ভাই মো. ইকবাল হোসেন বাদি হয়ে চারজনের বিরুদ্ধে ধামরাই থানায় মামলা করেছেন।

নিহত কুলসুম আক্তার (৩০) ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকার ইয়ার হোসেনের স্ত্রী। তিনি পাঁচ বছরের এক ছেলে সন্তানের মা ও চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।

গ্রেপ্তার আমিনা খাতুন ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বান্নাখোলা এলাকার বাসিন্দা।

অভিযুক্তরা হলেন- ধামরাইয়ের ভাড়ারিয়া ইউনিয়নের পাইকপাড়া এলাকার বাসিন্দা ও নিহতের শাশুড়ী সূর্য বানু (৪৫), ননদ ইয়াছমিন (১৯), শ্বশুর আয়নাল পাগলা (৫৫) ও ধামরাইয়ের কুশুরা ইউনিয়নের বান্নাখোলা এলাকার বাসিন্দা নানী শাশুড়ী আমিনা খাতুন (৫৮)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ছয় বছর আগে পারিবারিকভাবে তার বিয়ে হয়। তখন থেকেই তার সঙ্গে পরিবারের সদস্যরা ঝগড়া বিবাদ করতো। এরই জেরে আজ সকালের দিকে শাশুড়ীর রান্না ঘরে গৃহবধূর পালিত মুরগি যাওয়াকে কেন্দ্র করে তর্ক বাঁধে। এর জেরে ঝগড়াঝাটির একপর্যায়ে অভিযুক্তরা তাকে শ্বাসরোধ করে ও মারপিট করে হত্যা করে। তার কপালের ডান চোখের পাশে রক্তাক্ত জখম, মুখ, পিঠসহ সারা গায়ে জখমের চিহ্ন দেখা যায়।

পুলিশ জানায়, সকালের দিকে পারিবারিক কলহের জেরে মারামারি সংক্রান্ত বিবাদে হত্যার ঘটনা ঘটে। খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেপ্তার নানী শাশুড়ী ১০-১২ দিন আগে বেড়াতে মেয়ের বাড়ি আসে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজাহারুল বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত