ঢাকা, বুধবার, ০৬ নভেম্বর ২০২৪, ২১ কার্তিক ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

সীমান্তে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক

  লালমনিরহাট প্রতিনিধি

প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ১০:২১

সীমান্তে ভারতীয় গরু আনতে গিয়ে যুবক আটক
ছবি: প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচির সীমান্তে ভারতের অভ্যন্তর থেকে রোস্তম আলী (৩৪) দুলালী গ্রামের এক বাংলাদেশি যুবককে আটক করেছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী (বিজিবি)।

বুধবার (৬ নভেম্বর) ভোরে বাংলাদেশ-ভারত সীমান্তের লোহাকুচির ৯১৮ নম্বর পিলারের কাছে থেকে তাকে আটক করা হয়। আটক রুস্তম আলী উপজেলার গোড়ল ইউনিয়নের লোহাকুচি সীমান্তের ফরিদ আলীর ছেলে।

বিজিবি জানায়, ভোরে ভারতের ওপারে কুচবিহার সীমান্তের ভাড়াটিপাড়া থেকে গরু আনতে যান ১০-১২ চোরাকারবারি। এ সময় লোহাকুচি ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করে। পরে বাংলাদেশ-ভারত সীমান্তের ৯১৮ নম্বর পিলারের ভারতের ৩০০ গজ অভ্যন্তরে লোহাকুচি নামক স্থান থেকে রোস্তমকে আটক করে।

লোহাকুচি ক্যাম্পের নায়েক আব্দুল মতিন বলেন, তাকে আটক করে থানায় নিয়মিত মামলা দেয়া হয়েছে।

কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) এরশাদ আলম বলেন, বিজিবি আটক করে রোস্তমকে কালীগঞ্জ থানায় নিয়ে আসে। মামলা জন্য প্রস্তুতি চলছে আগামীকাল তাকে কারাগারে পাঠানো হবে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত