ঢাকা, শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

বিএনপির চেয়ে তরুণদের রাজনৈতিক জ্ঞান বেশি: ফরহাদ মজহার

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ২০:৩০

বিএনপির চেয়ে তরুণদের রাজনৈতিক জ্ঞান বেশি: ফরহাদ মজহার
ফরহাদ মজহার। ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির অপসারণ ইস্যুতে বিএনপির সমালোচনা করে সমাজচিন্তক ফরহাদ মজহার বলেছেন, বিএনপির চেয়ে তরুণদের রাজনৈতিক জ্ঞান বেশি। তরুণরা শুধুমাত্র যুক্তরাষ্ট্রের মুখাপেক্ষী না থেকে স্বৈরাচারী ব্যবস্থার পতন করেছে। দেশের তরুণরা ফিলিস্তিনের জনগণের ওপর হামলার কারণে ইসরায়েলকে উচিত শিক্ষা দেবে।

শনিবার (২ নভেম্বর) বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

এদেশের সাধারণ মানুষ মজলুমদের পক্ষে। যুক্তরাষ্ট্র সারা দুনিয়ায় সাম্রাজ্যবাদ কায়েম করেছে। এর বিলোপ করতে হবে বলে মন্তব্য করে ফরহাদ মজহার বলেন, ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের বর্বরতা মানবসভ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে। পরাশক্তিগুলি কথায় কথায় গণতন্ত্র ও মানবাধিকারের বুলি আওড়ালেও ইসরাইলী বর্বরতার ক্ষেত্রে নীরব বলে অভিযোগ করেন তারা।

সভায় বক্তারা বলেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সব ধরনের অমানবিক আচরণ ও বর্বরতায় সহযোগিতা করে পরাশক্তিগুলো। পাশ্চাত্যের এই দ্বিমুখী নীতি থেকে বেরিয়ে এসে ফিলিস্তিন সমস্যার স্থায়ী সমাধান করার দাবি জানান তারা।

বাংলাদেশ জার্নাল/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত