ঢাকা, শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ আপডেট : ১৭ মিনিট আগে
শিরোনাম

মুন্সীগঞ্জে যুবদল নেতা নিহত, আহত ৪

  প্রতিনিধি

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ১৬:১০

মুন্সীগঞ্জে যুবদল নেতা নিহত, আহত ৪
শান্ত আহমেদ। ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জ সদর উপজেলার মেঘনা নদীতে স্পিডবোট ও ট্রলারের সংঘর্ষে শান্ত আহমেদ (৩৫) নামে এক যুবদল নেতা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

শনিবার (২ নভেম্বর) বিষয়টি নিষ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খলিলুর রহমান।

তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার আধারার জাজিরার কাছে মেঘনা নদীতে এই সংঘর্ষ হয়। নিহত শান্ত আহমেদ (৩৫) চরকেওয়ার ইউনিয়নের উত্তর চরমশুরা গ্রামের বোরহান সরকারের ছেলে। তিনি উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন। এ ঘটনায় আহত হয়েছেন মো. শামীম (৩৫), শাহাদাত হোসেন (৩৮), আশেক আলী (৫৫) ও মিন্টু মিয়া (৪৫)। তাদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।

মো. খলিলুর রহমান বলেন, শুক্রবার রাত ১০টার দিকে ঢাকার পোস্তখোলা থেকে স্পিডবোটে করে গ্রামের বাড়িতে রওয়ানা হয়েছিলেন শান্ত আহমেদ। পথে রাত সাড়ে ১১টার দিকে জাজিরার কাছে মেঘনা নদী মাছ ধরার ট্রলারের সঙ্গে স্পিডবোটটির সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত অবস্থায় শান্ত আহমেদকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল ও পরে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটায় তিনি মারা যান। তবে নিহত যুবদল নেতার পরিবার এটি ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ বলে দাবি করেছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি।ৎ

বাংলাদেশ জার্নাল/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত