ঢাকা, শনিবার, ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১ আপডেট : ১ মিনিট আগে
শিরোনাম

চাঁদাবাজির অভিযোগে একজনকে গ্রেপ্তার করলো সেনাবাহিনী

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০২ নভেম্বর ২০২৪, ০৮:৫৫

চাঁদাবাজির অভিযোগে একজনকে গ্রেপ্তার করলো সেনাবাহিনী
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুর-১ মুক্তিযোদ্ধা মার্কেটে চাঁদাবাজির অভিযোগে কামাল নামে এক ব্যক্তিকে আটক করেছেন সেনাবাহিনী। শুক্রবার (১ নভেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেছে সেনাবাহিনী এক কর্মকর্তা। পরর্বতীতে আটক কামালকে শাহ আলী থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।

জানা যায়, স্থানীয় ব্যবসায়ীদের অভিযোগে আগস্ট পরবর্তী সময়ে অভিযুক্ত কামালকে গোয়েন্দা নজরদারির মধ্যে রাখে সেনাবাহিনী। এছাড়া বেশকিছু ভিডিও তদন্ত করে প্রাথমিক ভাবে প্রমাণ পাওয়ায় সুনির্দিষ্ট অভিযোগে কামালকে শনাক্ত করে গ্রেপ্তার করতে সক্ষম হয় সেনাবাহিনী।

সেনাবাহিনী জানায়, চাঁদাবাজির টাকা চক্রের মূল হোতা কবির। তার কাছে দেয়া হতো চাঁদাবাজির টাকা। কোন ব্যবসায়ী চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তাকে নানা শারীরিক ভাবে হেনস্তা করতো কবির-কামালের লোকজন।

এলাকাবাসী ও ব্যবসায়ীদের ভাষ্যমতে, কবির মার্কেটের একছত্র আধিপত্য বিস্তার করে ব্যবসায়ীদের হয়রানি ও ভয়ভীতি প্রদর্শন করতো। সেনাবাহিনীর তদন্তে কবিরের পরিচয় উঠে আসলে দেখা যায় দীর্ঘদিন ধরে যুবলীগের নেতা ও স্থানীয় সংসদ সদস্য মাইনুল হোসেন খান নিখিলের সাথে কাজ করতেন। এতদিন এই শক্তিশালী চক্রটি ব্যবসায়ীদের দমিয়ে রাখতো। প্রাণ ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায়নি।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত