রাষ্ট্রদ্রোহ মামলার বাদী বিএনপি নেতাকে অব্যাহতি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ১৯:০৪ আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১৯:৩৫
চট্টগ্রামে জাতীয় পতাকার অবমাননার ঘটনায় দায়ের হওয়া রাষ্ট্রদোহ মামলার বাদী মো. ফিরোজ খানকে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১ নভেম্বর) বিএনপির চান্দগাঁও থানা শাখার সভাপতি মো. আজম ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. গিয়াস উদ্দিন ভূঁইয়া সই করা চিঠিতে এই তথ্য জানানো হয়।
ফিরোজ খানকে পাঠানো চিঠিতে উল্লেখ করা হয়েছে, আপনার বিরুদ্ধে দলের নীতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আপনাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ৫নং মোহরা ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি প্রদান করা হল।
চিঠিটির অনুলিপি চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ ও সদস্য সচিব মো. নাজিমুর রহমানকেও পাঠানো হয়েছে।
চট্টগ্রাম নগরের নিউমার্কেট মোড়ে অবস্থিত স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার অবমাননার অভিযোগে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ (৩৮) ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ করেন বিএনপি নেতা ফিরোজ খান।
গত বুধবার রাতে নগরের কোতোয়ালি থানায় ফিরোজ খান বাদী হয়ে মামলাটি করেন। মামলার অন্য আসামিরা হলেন অজয় দত্ত (৩৪), লীলা রাজ দাশ ব্রহ্মচারী (৪৮), গোপাল দাশ (৩৮), কথক দাশ (৪০), প্রকৌশলী অমিত ধর (৩৮), রনি দাশ (৩৮), রাজীব দাশ (৩২), কৃষ্ণ কুমার দত্ত (৫২), জিকু চৌধুরী (৪০), নিউটন দে (৩৮), তুষার চক্রবর্তী (২৮), মিথুন দে (৩৫), রূপণ ধর (৩৫), রিমন দত্ত (২৮), সুকান্ত দাশ (২৮), বিশ্বজিৎ গুপ্ত (৪২), রাজেশ চৌধুরী (২৮), হৃদয় দাস (২৫)। এর মধ্যে রাজেশ ও হৃদয়কে গ্রেপ্তার করে পুলিশ। তাঁরা কারাগারে রয়েছেন।
এদিকে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র ও পুণ্ডরিক ধামের অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাসসহ ১৯ জনের বিরুদ্ধে মামলার প্রতিবাদে গতকাল বিকেলে নগরের চেরাগী পাহাড় মোড়ে প্রতিবাদ সমাবেশ হয়। এতে আজ শুক্রবার ৬৪ জেলায় বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়। সনাতন জাগরণ মঞ্চ এই কর্মসূচি ঘোষণা করে।
বাংলাদেশ জার্নাল/এমপি