ঢাকা, শুক্রবার, ০১ নভেম্বর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ আপডেট : ১১ মিনিট আগে
শিরোনাম

পলিথিন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান রোববার থেকে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ নভেম্বর ২০২৪, ১৫:১৯  
আপডেট :
 ০১ নভেম্বর ২০২৪, ১৬:১০

পলিথিন কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান রোববার থেকে
দেশজুড়ে পলিথিন উৎপাদকদের বিরুদ্ধে রোববার থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। ছবি: প্রতিনিধি

পরিবেশ সচিব তপন কুমার বিশ্বাস জানিয়েছেন, দেশজুড়ে পলিথিন উৎপাদকদের বিরুদ্ধে রোববার থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে।

শুক্রবার (১ নভেম্বর) সকাল ১০টায় পলিথিন ব্যাগ ব্যবহার বন্ধে মোহাম্মদপুরের কৃষি মার্কেটে ব্যবসায়ীদের সচেতন করতে গিয়ে তিনি এ কথা বলেন।

পরিবেশ সচিব তপন কুমার বিশ্বাস বলেছেন, পরিবেশ রক্ষায় ৩ নভেম্বর থেকে পলিথিন শপিং ব্যাগের উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ পদক্ষেপ গ্রহণ করা হবে। তাদের আর ছাড় দেয়া যাবে না। মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। মোবাইল কোর্টের যে আইন আছে, সেগুলো আপনারা জানেন।

এ বিষয়ে সকল জেলা প্রশাসক এবং পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে।

মনিটরিং কমিটির সদস্যরা জানান, তারা বেশ কিছু পলিথিন কারখানার সন্ধান পেয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় ৩ নভেম্বর থেকে অভিযান পরিচালনা করে সেগুলো সিলগালা ও জরিমানা বা শাস্তির ব্যবস্থা করা হবে।

তিনি বলেন, ১ ও ২ নভেম্বর সাপ্তাহিক ছুটি থাকায় মোবাইল কোর্ট বন্ধ থাকলেও আমাদের মনিটরিং কার্যক্রম চলমান থাকবে।

বাজারগুলোতে আপাতত জরিমানা করা হবে না জানিয়ে তিনি বলেন, সতর্কতামূলক অভিযান নভেম্বরের প্রথম এক সপ্তাহ চলবে। এর পরের সপ্তাহ থেকে অভিযানে পলিথিনের ব্যাগ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

তপন কুমার বিশ্বাসের নেতৃত্বে মন্ত্রণালয়ের মনিটরিং কমিটির সদস্যরা কৃষি মার্কেট পরিদর্শনের সময় ক্রেতাদের পলিথিন ব্যবহার না করে পাট ও কাপড়ের ব্যাগ ব্যবহারের অনুরোধ জানান।

২০০২ সালে আইন করে পলিব্যাগ নিষিদ্ধ করা হয়। তবে দুই দশক বাদে দেশের সব জায়গা পলিথিন ব্যাগে ছেয়ে গেছে। অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর ১ অক্টোবর থেকে সুপারশপে পলিথিন ব্যাগ নিষিদ্ধ করা হয়।

পরে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিং ব্যাগ উৎপাদন, মজুদ, পরিবহন, বিপণন ও ব্যবহারের বিরুদ্ধে ১ নভেম্বর থেকে অভিযানে নামবে সরকার।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত