সাভারে আওয়ামী লীগ নেতা সেলিম মন্ডল গ্রেপ্তার
সাভার প্রতিনিধি
প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ১৭:০০ আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৭:০৮
সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র হত্যার ঘটনায় সাভারের বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম মণ্ডলকে (৪৩) গ্রেপ্তার করে থানায় হস্তান্তর করেছে র্যাব-৪।
বুধবার (৩০ অক্টোবর) রাতে সেলিম মণ্ডলকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়।
এর আগে রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সেলিম মণ্ডল সাভারের বিরুলিয়া ইউনিয়নের আক্রান এলাকার মৃত ইব্রাহিম মণ্ডলের ছেলে।
তিনি ঢাকা জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং বিরুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান।
সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত সেলিম মণ্ডল ছাত্র-জনতা হত্যা মামলার একাধিক মামলার আসামি। প্রাথমিকভাবে জানা গেছে, তার বিরুদ্ধে সাভার মডেল থানায় ১০টির অধিক মামলা রয়েছে।
বাংলাদেশ জার্নাল/এমপি