ঢাকা, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১ আপডেট : কিছুক্ষণ আগে
শিরোনাম

প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় জাবির দুই ছাত্রী আটক

  প্রতিনিধি

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৪, ০৯:৪৬

প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় জাবির দুই ছাত্রী আটক
প্রকাশ্যে গাঁজা সেবনরত অবস্থায় জাবির দুই ছাত্রী আটক। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) প্রকাশ্যে গাঁজা সেবনের সময় দুই ছাত্রীকে আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। গতকাল বুধবার (৩০ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র সংলগ্ন লেকের পাশে তাদের আটক করা হয়। পরবর্তীতে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেয়া হয়েছে।

আটককৃতদের একজন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থী এবং অপরজন একই ব্যাচের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী। তবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র সংলগ্ন লেকের পাড়ে প্রকাশ্যে মাদক সেবন করছিলেন ওই দুই শিক্ষার্থী। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম সেখানে উপস্থিত হয়ে তাদের আটক করে প্রক্টর অফিসে নিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তারা গাঁজা সেবনের বিষয়টি স্বীকার করলে তাদের সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক এ কে এম রাশিদুল আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম তাদেরকে নিয়ে আসার পর তারা বিষয়টি স্বীকার করে এবং ক্ষমা চায়। তারা ভবিষ্যতে এই ধরনের কাজ না করার প্রত্যয় ব্যক্ত করেছে। সেই সুবাদে আমরা তাদেরকে একটা সুযোগ দিয়েছি। প্রক্টরিয়াল টিম তাদের নজরদারিতে রাখবে।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত