ঢাকা, শুক্রবার, ০৩ জানুয়ারি ২০২৫, ১৯ পৌষ ১৪৩১ আপডেট : ৩ ঘন্টা আগে
শিরোনাম

রিমান্ডে সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ 

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১৬:৩৪

রিমান্ডে সাবেক কৃষিমন্ত্রী আবদুস শহীদ 
ড. আবদুস শহীদ। (পুরনো ছবি)

রাজধানীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীয় বাসচালক আলমগীর হোসেন হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ও মৌলভীবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. আবদুস শহীদের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩০ অক্টোবর) বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক এই আদেশ দেন। এর আগে, দুপুরে ড. আবদুস শহীদকে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অন্যদিকে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শরীফুর রহমান তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে মঙ্গলবার দিবাগত ভোররাতে সাবেক কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান তথ্যের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, উত্তরা পশ্চিম পুলিশ উত্তরা ১০ নম্বর সেক্টর এলাকার একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানাসহ বিভিন্ন থানায় একাধিক হত্যা মামলা রয়েছে।

বাংলাদেশ জার্নাল/কেএইচ

  • সর্বশেষ
  • পঠিত