ঢাকা, বুধবার, ৩০ অক্টোবর ২০২৪, ১৫ কার্তিক ১৪৩১ আপডেট : ২৯ মিনিট আগে
শিরোনাম

পর্যটকদের জন্য সুখবর, খাগড়াছড়ি ভ্রমণে উঠছে নিষেধাজ্ঞা

  প্রতিনিধি

প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ১১:৩৬

পর্যটকদের জন্য সুখবর, খাগড়াছড়ি ভ্রমণে উঠছে নিষেধাজ্ঞা
পর্যটকদের জন্য সুখবর, খাগড়াছড়ি ভ্রমণে উঠছে নিষেধাজ্ঞা। ছবি: সংগৃহীত

টানা প্রায় এক মাস নিষেধাজ্ঞা থাকার পর অবশেষে পর্যটকদের জন্য খাগড়াছড়ি ভ্রমণের দুয়ার খুলছে। আগামী ৫ নভেম্বর থেকে খাগড়াছড়িতে পর্যটকরা ভ্রমণ করতে পারবেন।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

তিনি বলেন, সার্বিক পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা তুলে নেয়া হচ্ছে। আগামী ৫ নভেম্বর থেকে পর্যটকরা খাগড়াছড়িতে ভ্রমণ করতে পারবেন।

এর আগে, গত ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ২৪ দিনের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় খাগড়াছড়ি জেলা প্রশাসন। এসময় খাগড়াছড়ির সকল পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানানো হয়। পর্যটকদের ভ্রমণ নিষেধাজ্ঞা দেয়ার পর থেকে বিপাকে পড়ে এ খাতের সংশ্লিষ্ট হাজারো মানুষ।

গত ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়ির দীঘিনালায় সহিংসতার ঘটনায় খাগড়াছড়ি সদর ও রাঙামাটিতে সংঘর্ষ হয়। এ ঘটনার রেশ না কাটতেই ১ অক্টোবর খাগড়াছড়িতে শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনায় আবারও সংঘাতের ঘটনা ঘটে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা পর্যটকদের ভ্রমণ না করার অনুরোধ জানানো হয়।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত