ঢাকা, সোমবার, ২৮ অক্টোবর ২০২৪, ১৩ কার্তিক ১৪৩১ আপডেট : ২৮ মিনিট আগে
শিরোনাম

ডেঙ্গু কেড়ে নিল স্কুলছাত্রের প্রাণ

  প্রতিনিধি

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৪, ২০:১৯

ডেঙ্গু কেড়ে নিল স্কুলছাত্রের প্রাণ
ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাজিদ হোসেন (১৩) নামে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত সাজিদ উপজেলার ছলিমপুর ইউনিয়নের জয়নগর বাবুপাড়া এলাকার সেকেন্দার হোসেন কালু প্রমাণিকের ছেলে। সাজিদ জয়নগর পিজিসিবি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা গেছে, এক সপ্তাহ আগে সাজিদ এর জ্বর আসে। তাকে স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা দেয়া হয়। সে সময় জ্বর কমে গেলেও শরীর ও মাথাব্যথা বাড়তে থাকে। এক পর্যায়ে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার চিকিৎসকদের পরামর্শে রক্ত পরীক্ষার পর স্বজনরা নিশ্চিত হয় সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত।

তার প্লাটিলেট দ্রুত কমতে থাকলে গত শুক্রবার (২৫ অক্টোবর) তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৭ অক্টোবর) সে মারা যায়।

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) শফিকুল ইসলাম শামীম জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সাজিদ হোসেন নামে এক শিশুর মৃত্যুর খবর শুনেছি। সে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

বিষয়টি নিশ্চিত করে পাবনার সিভিল সার্জন শহিদুল্লাহ দেয়ান বলেন, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে সাজিদের। ওখান থেকেই রিপোর্ট হয়েছে। আমরা বিষয়টি জানতে পেরেছি।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত