ঢাকা, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ আপডেট : ১৮ মিনিট আগে
শিরোনাম

এক ঘণ্টা পর চট্টগ্রামে টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ অক্টোবর ২০২৪, ১১:৩১  
আপডেট :
 ২৪ অক্টোবর ২০২৪, ১১:৩৬

এক ঘণ্টা পর চট্টগ্রামে টায়ার কারখানার আগুন নিয়ন্ত্রণে
সংগৃহীত ছবি

চট্টগ্রামের হালিশহরে একটি টায়ার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বৃহস্পতিবার সকাল সোয়া ৯টার দিকে হালিশহর নয়াবাজার মৌসুমি আবাসিক এলাকায় ওই কারখানায় এ আগুনের সূত্রপাত। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস অফিসের মবিলাইজিং অফিসার মো. কপিল উদ্দিন বলেন, আজ সকাল ৯টা ২৫ মিনিটে ওই গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট প্রায় এক ঘণ্টা কাজ করে সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনও বিস্তারিত জানা যায়নি।

স্থানীয় বাসিন্দা শাখাওয়াত হোসেন বলেন, সকাল ৯টার পর ওই কারখানা থেকে ধোঁয়া বের হতে দেখা যায়। প্রায় ঘণ্টাখানেক চেষ্টা করে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। ওই কারখানার আশপাশের ভবনে অনেক পরিবারের বসবাস। স্থানীয়রা তাদের নামিয়ে আনার চেষ্টা করছে।

এ বিষয়ে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা আব্দুর রাজ্জাক বলেন, ৯টা ২৫ মিনিটে খবর পেয়ে আমাদের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে। তবে কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত