ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

হাওরে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ

  প্রতিনিধি

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ১৫:৪৪  
আপডেট :
 ১৮ অক্টোবর ২০২৪, ১৫:৪৯

হাওরে পানিতে ডুবে পর্যটক নিখোঁজ
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরে ঘুরতে এসে নৌকা থেকে পড়ে এক পর্যটক নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (১৮ অক্টোবর) দুপুর ১টার টার দিকে হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় তিনি নিখোঁজ হন। নিখোঁজের পরপরই তাকে উদ্ধার করতে কাজ করছে স্থানীয়রা।

নিখোঁজ হওয়া পর্যটকের নাম আলী হোসেন। তিনি জনতা ব্যাংকের হেড অফিসে কর্মরত ছিলেন।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যক্তিরা বিলাসী হাউসবোট দিয়ে ঘুরতে এসেছিলেন। দুপুরে হাউসবোট থেকে ছোট নৌকা দিয়ে ওয়াচ টাওয়ার এলাকায় ঘুরতে যান কয়েকজন। এসব নিখোঁজ আলী হোসেন লাইফ জ্যাকেট ছাড়াই পানিতে নামেন। একসময় তিনি পানিতে ডুবে যান।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, হাওরে একজন নিখোঁজ হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে আমরা যাচ্ছি।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত