ঢাকা, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ আপডেট : ১ ঘন্টা আগে
শিরোনাম

পল্লী বিদ্যুৎ সমিতির ব্ল্যাক আউট কর্মসূচি, বিদ্যুৎহীন দেড় ঘণ্টা 

গ্রাহকদের ভোগান্তি

  পাবনা প্রতিনিধি

প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৪, ২২:০৩

পল্লী বিদ্যুৎ সমিতির ব্ল্যাক আউট কর্মসূচি, বিদ্যুৎহীন দেড় ঘণ্টা 
ফাইল ছবি

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১, ও ২ এর আওতাভুক্ত এলাকায় বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেল ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিদ্যুৎ ছিল না। এ সময় পর্যন্ত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা ব্ল্যাক আউট কর্মসূচির কর্মসূচির অংশ হিসেবে বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করে রাখে। এ সময় স্থানীয় পাওয়ার স্টেশনগুলো থেকে গ্রাহকদের জানান হয়, জাতীয় গ্রিড থেকে সরবরাহ বন্ধ রয়েছে।

কোন পূর্ব ঘোষণা ছাড়াই বিদ্যুৎ বিচ্ছিন্ন থাকায় পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকার বাসিন্দারা ভোগান্তিতে পড়েন। সন্ধ্যা সাড়ে ৬টায় বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হয়।

পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি- ১ ও ২ এর জেনারেল ম্যানেজার জানান, সন্ধ্যা সাড়ে ছ’টার পর থেকে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে।

এদিকে, পল্লী বিদ্যুৎ সমিতি ব্ল্যাক আউট কর্মসূচি পালন করলেও পাবনা শহর পিডিবির আওতাভুক্ত থাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক ছিল।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত