ঢাকা, বুধবার, ১৬ অক্টোবর ২০২৪, ১ কার্তিক ১৪৩১ আপডেট : ১৫ মিনিট আগে
শিরোনাম

চালু হলো মেট্রোরেলের মিরপুর–১০ স্টেশন

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১১:২০  
আপডেট :
 ১৫ অক্টোবর ২০২৪, ১১:৩১

চালু হলো মেট্রোরেলের মিরপুর–১০ স্টেশন
ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় ভাঙচুর ও ক্ষতি হওয়ার মাত্র ৩ মাসের মধ্যেই আবারও চালু হলো মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকাল থেকে স্টেশনটি থেকে যাতায়াত করতে পারায় যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

কোটা সংস্কার আন্দোলনের সময় ভাঙচুর হওয়ায় মিরপুর-১০ মেট্রো স্টেশন প্রায় তিন মাস পর আবারও চালু হয়েছে। ভাঙচুর হওয়ায় স্টেশনটি জুলাই থেকে প্রায় তিন মাস বন্ধ ছিল।

মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে মেরামত হওয়া মিরপুর-১০ স্টেশন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খানের উপস্থিতিতে চালু করা হয়।

ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফাওজুল কবির বলেন, মিরপুর-১০ মেট্রো স্টেশন মেরামতে খরচ হয়েছে ১ কোটি ২৫ লাখ টাকা।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত