ডাকাতির ঘটনায় জড়িত চাকরিচ্যুত ৫ সদস্যকে বিভিন্ন বাহিনীর হাতে তুলে দেবে র্যাব
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১৮:২৭ আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১৮:৪৫
রাজধানীর মোহাম্মদপুরে বেরিবাঁধ এলাকার এক ব্যবসায়ীর বাসায় সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করেছে র্যাব ও ডিবি পুলিশ। এর মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য। বাকিরা সাধারণ সাধারণ ডাকাত।
রোববার (১৩ অক্টোবর) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের মিডিয়া উইংয়ের প্রধান লে. কর্নেল মুনীম ফেরদৌস।
গ্রেপ্তারকৃত বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত যে পাঁচ সদস্য ডাকাতিতে অংশ নিয়েছিল তাদের বিচার সাধারণ আইনে নয়, ওই সব বাহিনীর বিধি ও নিয়ম অনুযায়ী হবে। এ জন্য তাদের ওইসব বাহিনীর সংশ্লিষ্টদের হাতে তুলে দেয়া হবে জানিয়ে মুনীম ফেরদৌস বলেন, আমরা আটজনকে গ্রেপ্তার করেছি। তার মধ্যে পাঁচজন বিভিন্ন বাহিনী থেকে চাকরিচ্যুত হওয়া ব্যক্তি। তারা বিমান, সেনা ও নৌবাহিনীতে বিভিন্ন সময় চাকরি করেছেন। কিন্তু তারা বিভিন্ন অপরাধে চাকরিচ্যুত হয়েছিলেন।
তিনি আরও বলেন, মোট ১৭ জন এই ডাকাতির কাজে অংশ নিয়েছিল। এখন পর্যন্ত র্যাব ৮ জন ও পুলিশ তিনজনসহ মোট ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ পাঁচজন বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত তবে তাদের মধ্যে কেউ অফিসার র্যাঙ্কের নন। তবে আমরা তাদের পুলিশের কাছে নয়, ওই সব বাহিনীর কাছে তুলে দিবো।
র্যাবের একটি সূত্র জানিয়েছে, দেশের নিয়ম অনুযায়ী যেহেতু কোনো বাহিনীর সদস্যের বিচার সাধারণ কোর্টে হওয়ার নিয়ম নেই, ফলে তাদের বিচার ওই বাহিনী তাদের নিয়মে করবে। এ জন্য তাদের হাতে তুলে দেবে র্যাব।
প্রসঙ্গত, গত শুক্রবার বেড়িবাঁধ এলাকায় একটি বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানে সেনাবাহিনী ও র্যাবের পোশাক পরে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময়ে লুট করা হয় ৭৫ লাখ টাকা ও ৬০ ভরি স্বর্ণ। একইসঙ্গে ভবনটিতে থাকা ব্যবসা প্রতিষ্ঠানের সিসি ক্যামেরা ও আলমারি ভাঙচুর করা হয়।
বাংলাদেশ জার্নাল/কেএইচ