ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ আপডেট : ৬ মিনিট আগে
শিরোনাম

জমি নিয়ে বিরোধে মামাতো ভাইয়ের হাতে খুন হলো ফুফাতো ভাই

  নাটোর প্রতিনিধি

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১৬:২৭

জমি নিয়ে বিরোধে মামাতো ভাইয়ের হাতে খুন হলো ফুফাতো ভাই
নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে একজনের মৃত্যু হয়। ছবি: প্রতিবেদক

নাটোরের বড়াইগ্রামে জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ হয়। এসময় মামতো ভাইয়ের ধারালো হাসুয়ার আঘাতে ফুফাতো ভাইয়ের মৃত্যু হয়েছে। এতে দুই পক্ষের অন্তত ৫ জন আহত হয়।

নিহত তোরাব আলী খাঁন উপজেলার গোপালপুর ইউনিয়ানের ওয়ারিসপুর গ্রামের সোলায়মান আলী খাঁনের ছেলে। এঘটনায় গুরুতর আহত রানা নামে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতলে পাঠানো হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে বড়াইগ্রামে গোপালপুর ইউনিয়ানের ওয়ারিসপুর এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম জানান, দীর্ঘ দিন ধরে পুকুর পাড়ের জমি নিয়ে তোরাব আলীর সাথে তার মামতো ভাই রানা খানের বিরোধ চলে আসছিল। সকালে তোরাব আলী তার কলার জমির পানি নিষ্কাশনের জন্য নালা কেটে তা বের করছিলেন। এ সময় রানা খান সেখানে গিয়ে তোরাব আলীকে বাধা দেন। এনিয়ে তোরাব আলীর সাথে রানার তর্ক-বির্তক হয়। এক পর্যায়ে তোরাব আলী ও রানা খান পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় রানা খানের হাতে থাকা ধারালো হাসুয়ার আঘাতে তোরাব আলী ঘটনাস্থলেই মারা যান। এ সময় রানা খানসহ আহত হয় উভয় পক্ষের অন্তত ৫ জন। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করে। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রানা খানকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত