৩৬ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৪, ১১:১১ আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১১:১৩
জরুরি মেরামত কাজের জন্য কুমিল্লার বেশ কয়েকটি এলাকায় আগামী শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার (১৯ অক্টোবর) রাত ৮টা পর্যন্ত মোট ৩৬ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
কুমিল্লার বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে জানায়, গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড (জিটিসিএল) কর্তৃক চান্দিনাস্থ কুটুম্বপুর টিবিএস-এ মডিফিকেশন কাজের হুকআপ ও কমিশনিং সংক্রান্ত জরুরি মেরামত কাজের জন্য আগামী শুক্রবার (১৮ অক্টোবর) সকাল ৮টা থেকে শনিবার (১৯ অক্টোবর) রাত ৮টা পর্যন্ত মোট ৩৬ ঘণ্টা চান্দিনা বিদ্যুৎ কেন্দ্রসহ চান্দিনা উপজেলা, কুমিল্লা ক্যান্টনমেন্ট, বুড়িচং উপজেলার কোরপাই, নাজিরাবাজার, দেবপুর এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এ ছাড়া, ওই সময়ে কুমিল্লা শহর ও আশপাশে এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।
সম্মানিত গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বাংলাদেশ জার্নাল/এফএম