ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ আপডেট : ১৪ মিনিট আগে
শিরোনাম

শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্টস দেয়ায় ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হবে না: পররাষ্ট্র উপদেষ্টা

  নরসিংদী প্রতিনিধি

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ২১:৫২

শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্টস দেয়ায় ভারতের সঙ্গে সম্পর্কের অবনতি হবে না: পররাষ্ট্র উপদেষ্টা
বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মো. রাশেদ চৌধুরী, ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হুমায়ন রশিদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ছবি: প্রতিবেদক

শেখ হাসিনাকে ট্রাভেল কার্ড দেয়া প্রসঙ্গে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে ভারতে চলে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ট্রাভেল ডকুমেন্টস দেয়ায় বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্কের অবনতি হবে না।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে নরসিংদী সেবা সংঘে পূজামণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

মো. তৌহিদ হোসেন বলেন, ট্রাভেল ডকুমেন্টস যেকোনো দেশ ইস্যু করতে পারে। আমাদের ঠেকানোর কোনো উপায় নেই। তবে কোন মামলায় কোর্ট থেকে যদি বলা হয় তাকে (শেখ হাসিনা) হাজির করতে হবে, তখন আমরা তাকে হাজির করার ব্যবস্থা করব। ভারতের সাথে আমাদের কিছুটা অস্বস্তি ছিল। আমরা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করবো। সেটা ভারতের জন্যও প্রয়োজন। আমাদের জন্যও প্রয়োজন।

পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বর্তমান সরকার সর্বদা সম্প্রীতিতে বিশ্বাসী। কোন রকমের বাধা বিপত্তি ছাড়াই যেন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা পালন করতে পারে সে ব্যাপারে বর্তমান সরকার সচেতন রয়েছে। কোথাও কোথাও দুই একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। সেগুলোর ব্যাপারে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেয়া হয়েছে এবং তাদেরকে আইনের মুখোমুখি করা হয়েছে। তবে সার্বিকভাবে ভালোভাবে পূজা সম্পন্ন হয়েছে। তিনি বলেন, পূজার আরও একদিন রয়েছে। সেই সময়টা যেন ভালোভাবে কাটাতে পারি সেজন্য সবাইকে লক্ষ্য রাখার আহবান জানিয়েছে।

বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সাথে ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মো. রাশেদ চৌধুরী, ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ হুমায়ন রশিদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ জার্নাল/এমপি

  • সর্বশেষ
  • পঠিত