ঢাকা, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৬ পৌষ ১৪৩১ আপডেট : ২৪ মিনিট আগে
শিরোনাম

দুইদিনের মধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হবে: আসিফ নজরুল

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ২২:০৮

দুইদিনের মধ্যে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল গঠন করা হবে: আসিফ নজরুল
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, দুই দিনের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হবে। আর ট্রাইব্যুনাল গঠনের সঙ্গে সঙ্গেই ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচার শুরু হবে।

শনিবার (১২ অক্টোবর) বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে অধ্যাপক পিয়াস করিমের স্বরণসভায় এ কথা জানান তিনি। ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. পিয়াস করিমের মৃত্যুবার্ষিকীতে এই স্মরণসভার আয়োজন করে রিসার্চ এনালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক।

সেখানে বক্তারা বলেন, ড. পিয়াস করিমকে যথাযথ সম্মান দেখাতে, আগের সরকার ব্যর্থ হয়েছে। পিয়াস করিমের মরদেহ শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে রাখার অনুমতি না দেওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সমালোচনাও করেন বক্তারা।

সভায় আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেন, দুই একদিনের মধ্যেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গঠন করা হবে, সেখানে নিশ্চয় জুলাই-আগস্টে সংগঠিত ‘গণহত্যা’ বিষয়ে গুরুত্ব দেয়া হবে। এ ছাড়া বাংলাদেশে যত গণহত্যা সংগঠিত হয়েছে দেশে, আপনারা জানেন বিডিআর হত্যাকাণ্ড হয়েছে, শাপলা চত্বরে হত্যাকাণ্ড হয়েছে, বহু মানুষ গুমের শিকার হয়েছে। সবকিছুই একে একে বিচারের আওতায় আনা হবে।

বাংলাদেম জার্নাল/কেএই

  • সর্বশেষ
  • পঠিত