বিয়ে বাড়িতে ভাঙা রোস্ট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ১০
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৪, ২০:৩৩ আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ২১:২৭
মাদারীপুরের শিবচরে বৌভাত অনুষ্ঠানে মুরগির ভাঙা রোস্ট দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন।
শনিবার (১২ অক্টোবর) শিবচর পৌরসভার মোড়লকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- হেমায়েত ঢালী, বিল্লাল মোল্লা, ইব্রাহিম হাওলাদার প্রমুখ। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে হেমায়েত ঢালীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে মুরগির একটি রোস্ট দেয়াকে কেন্দ্র করে মেহমান সুরুজ মিয়ার সঙ্গে খলিল বেপারীর বাড়ির লোকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। উভয়পক্ষের লোকজন লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়ায়। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।
বিষয়টি নিশ্চিত করে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোক্তার হোসেন বলেন, বিয়েবাড়িতে মুরগির ভাঙা রোস্ট দেয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে কয়েকজন আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ জার্নাল/কেএইচ