খুলনায় বিএনপির ৪ নেতা বহিষ্কার
প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১০:৪১
খুলনা মহানগরীর খালিশপুরে বিএনপির সুধী সমাবেশে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১১নং ওয়ার্ড বিএপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন, যুবদল নেতা নাজমুল হোসেন বাবু, মাসুদ হোসেন ও ফকির শহিদুল ইসলামকে বহিষ্কার করেছে বিএনপি।
শুক্রবার (৪ অক্টোবর) রাতে বিএনপির মিডিয়া সেল মহানগর বিএনপির আহ্বায়ক শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন এর বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে। ওই চারজনকে প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
এছাড়া ১ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটি আগামী তিন দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করবে বলে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ জার্নাল/আরএইচ