বগুড়ায় ভবনের সাটার ভেঙে শ্রমিক নিহত
বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৪, ২২:১৩
বগুড়ার শিবগঞ্জে নির্মাণাধীন ভবনের সাটার ভেঙে মো. হারুন মিয়া (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১টায় উপজেলার মোকামতলা ইউনিয়নের গণেশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হারুন মিয়া দেউলী ইউনিয়নের লক্ষীকোলা দক্ষিণ পাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশের এই কর্মকর্তা, গণেশপুর গ্রামের মো. জামাল উদ্দিন সরকারের নির্মাণাধীন বিল্ডিংয়ে নির্মাণ শ্রমিকের কাজ করতেন হারুন মিয়া। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বিল্ডিংটির পূর্ব পাশের সাটার ভেঙে যায়। এতে সাটারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্র ও শিবগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা লাশ উদ্ধার করেন। লাশ ময়না তদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বাংলাদেশ জার্নাল/এমপি