ঢাকা, রোববার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ আপডেট : ২৫ মিনিট আগে
শিরোনাম

‘এখনও যোগদান না করা পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে’

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১৪:১৩

‘এখনও যোগদান না করা পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে’
‘এখনও যোগদান না করা পুলিশ সদস্যদের আইনের আওতায় আনা হবে’। ছবি: সংগৃহীত

পুলিশের যেসব সদস্য এখনও যোগদান করেননি তাদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা এখনও যোগদান করেনি তাদের আমরা পুলিশ বলব না। তাদের ক্রিমিনাল বলব। আমরা আনসার, পুলিশ ও বিজিবি নিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। দু’একদিনের মধ্যে আপনারা সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি পাবেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পার্বত্য চট্টগ্রামের অবস্থা এখন ভালো। ধীরে ধীরে আরও ভালো হবে। শান্তিচুক্তি হওয়ার পর একটা গ্রুপ অস্ত্র সারেন্ডার করেনি। বাইরে থেকে তাদের প্রশিক্ষণ দেয়া হয়।

মাজার দরগাহর নিরাপত্তা দেয়া হবে বলেও মন্তব্য করে সরাষ্ট্র উপদেষ্টা।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত