ঢাকা, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ আপডেট : ১৯ মিনিট আগে
শিরোনাম

যুবদল নেতার মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫:২১

যুবদল নেতার মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে
ফাইল ছবি

ভাঙচুর লুটপাট ও হত্যা চেষ্টার অভিযোগে বিএনপি নেতার করা মামলায় কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ হারুনকে কারাগারে পাঠিয়েছে আদালত।

গতকাল রোববার কুড়িগ্রামের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মজনু মিয়ার আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে গত ২১ আগস্ট ইউপি চেয়ারম্যান হারুনসহ আপয়ামী লীগের ৮৬ নেতাকর্মীর নামে ফুলবাড়ী থানায় পৃথক দুটি দায়ের হয়। ফুলবাড়ী উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ ও ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক মোজাফফর হোসেন বাদী হয়ে ভাঙচুর লুটপাট ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা দুটি দায়ের করেন।

মামলার অন্যান্য আসামিরা হলেন- ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও ফুলবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান খন্দকার মিঠু, দেলোয়ার হোসেন, ইউপি চেয়ারম্যান শরিফুল আলম মিঞা সোহেল, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুল আলম মন্ডল বুলবুল, সাধারণ সম্পাদক আবুবকর সিদ্দিক মিলন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এমদাদুল হক মিলন, উপজেলা ছাত্রলীগের বর্তমান সভাপতি তৌকির হাসান তমাল, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শামিমা খন্দকার পারুলসহ ৮৬ জন।

কুড়িগ্রাম জজ কোর্টের অ্যাডভোকেট আশরাফুল আলম জানান, এ মামলার অন্যান্য আসামিরা আগেই জামিনে মুক্ত হয়েছেন। আসামি হারুন অর রশিদ এতদিন পলাতক ছিলেন। রোববার আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে আদালত তার জামিন নামঞ্জুর করে তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত