ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ আপডেট : ৪ মিনিট আগে
শিরোনাম

‘লাল ফিতার দৌরাত্ম্যে আটকে যাচ্ছি’ 

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১০:১৬

‘লাল ফিতার দৌরাত্ম্যে আটকে যাচ্ছি’ 
ছবি: সংগৃহীত

সরকারি বিভিন্ন দপ্তর বা মন্ত্রণালয়ে কাজের ক্ষেত্রে পদে পদে বাধার সম্মুখীন হতে হয়, যা সাধারণভাবে লাল ফিতার দৌরাত্ম্য বলেই পরিচিত। এবার সেই লাল ফিতার দৌরাত্ম্য নিয়ে মন্তব্য করলেন বর্তমান অন্তর্বর্তী সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি মন্তব্য করেন, লাল ফিতার দৌরাত্ম্যে আটকে যাচ্ছি।

আসিফ মাহমুদ ওই পোস্টে ‘জাতীয় ক্রীড়া পরিষদের’ অনেকগুলো ফাইলের একটি ছবি দেন। সেখানে দেখা যায়, অফিসে ফাইলের স্তূপ জমে আছে।

ছবির ওপরের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লাল ফিতার দৌরাত্ম্যে আটকে যাচ্ছি।’ এর আগে এক ফেসবুক স্ট্যাটাসে তদবিরে বিরক্তের কথা প্রকাশ করেছিলেন আসিফ মাহমুদ। ওই স্ট্যাটাসে তিনি বলেছিলেন, ‘দায়িত্ব নেওয়ার পরপরই বলেছিলাম ব্যক্তিগত তদবির-আবদার নিয়ে কেউ আসবেন না। এখনো প্রতিদিন যদি ৫০ জন দেখা করতে আসেন, তার মধ্যে ৪৮ জনই আসেন নানা রকম তদবির নিয়ে। আমাদেরকেও নতুন বাংলাদেশের উপযুক্ত নাগরিক হিসেবে নিজেদের গড়তে হবে। ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে গিয়ে দেশের স্বার্থে ত্যাগের মানসিকতা, কাজ করার মানসিকতা তৈরি করতে হবে শহীদদের স্পিরিটকে ধারণ করে।’

ওই স্ট্যাটাসে তিনি আরও বলেন,‘দেশ পুনর্গঠন ও রাষ্ট্র সংস্কারে আপনার প্রস্তাবনা, কেমন বাংলাদেশ চান তা জানান। সংস্কারের কমিশনগুলোকে সহযোগিতা করুন। আমরা যে যেই মন্ত্রণালয়ের দায়িত্বে আছি সেখানে কিভাবে ইতিবাচক সংস্কার করা যায় সে পরামর্শ দিন।’

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত