ঢাকা, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১ আপডেট : ৩ মিনিট আগে
শিরোনাম

সাবেক এমপি বাহার ও সিটি মেয়রসহ ৫ জনের অ্যাকাউন্ট জব্দ

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০২৪, ১৫:০৪  
আপডেট :
 ২৬ সেপ্টেম্বর ২০২৪, ২১:৩৬

সাবেক এমপি বাহার ও সিটি মেয়রসহ ৫ জনের অ্যাকাউন্ট জব্দ
কুমিল্লার সাবেক মেয়র তাহসিনা বাহার এবং সাবেক এমপি আ ক ম বাহাউদ্দীন

কুমিল্লার সাবেক এমপি আ ক ম বাহাউদ্দীন এবং তার মেয়ে ও কুমিল্লার সাবেক মেয়র তাহসিনা বাহারের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সব ব্যাংকে এ সংক্রান্ত চিঠি দেয়া হয়।

অ্যাকাউন্ট ফ্রিজের তালিকায় আরও আছেন- বাহারের স্ত্রী মেহেরুন্নেছা, তার মেয়ে আয়মান বাহার ও আজিজা বাহার এবং তাহসিন বাহারের স্বামী সাইফুল আলম রনি।

এদের স্বার্থ সংশ্লিষ্ট সব হিসাবের তথ্য আগামী দুই দিনের মধ্যে পাঠাতে বলা হয়েছে।

বিএফআইইউ’র নির্দেশনা অনুযায়ী, উল্লিখিত ব্যক্তিদের ব্যবসায়িক হিসাবের লেনদেনও বন্ধ থাক‌বে। আগামী ৩০ দিন এসব হিসাবে কোনো ধরনের লেনদেন করা যাবে না। প্রয়োজনে লেনদেন স্থগিত করার মেয়াদ বাড়ানো হবে। লেনদেন স্থগিত করার এ নির্দেশের ক্ষেত্রে মানি লন্ডারিং প্রতিরোধ বিধিমালার সংশ্লিষ্ট ধারা প্রযোজ্য হবে বলে বিএফআইইউ’র চিঠিতে বলা হয়েছে।

প্রসঙ্গত, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে সাবেক মন্ত্রী, এমপি, রাজনৈতিক নেতৃবৃন্দের ব্যাংক হিসাব জব্দ বা তলব করছে বিএফআইইউসহ বিভিন্ন সংস্থা।

বাংলাদেশ জার্নাল/এসবিটি

  • সর্বশেষ
  • পঠিত