ঢাকা, শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১ আপডেট : ৫ মিনিট আগে
শিরোনাম

এবার চাকরিতে আবেদন ফি কমাতে বললেন সমন্বয়ক হান্নান

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৭

এবার চাকরিতে আবেদন ফি কমাতে বললেন সমন্বয়ক হান্নান
সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। সংগৃহীত ছবি

সরকারি চাকরির আবেদন ফি কমানোর আবেদন জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ। এর আগে চাকরিতে আবেদন ফি বাতিলের আহ্বান জানিয়ে ফেসবুকে একটি পোস্ট দিয়েছিলেন আরেক সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আব্দুল হান্নান মাসউদ ফি কমানোর কথা বলেন। এ ছাড়া তিনি অর্ন্তবর্তী সরকারের প্রতি ছাত্র সমাজের আহবান জানিয়েছেন।

বিবৃতি থেকে জানা যায়, অতি দ্রুত বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সংস্কার করতে হবে। সরকারি চাকরির শূন্যপদগুলোতে অতিদ্রুত নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে বেকারদের নিয়োগ নিশ্চিত করতে হবে।

এর আগে বুধবার (১৮ সেপ্টেম্বর) সকালে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে চাকরিতে আবেদন ফি বাতিলের আহ্বান জানিয়েছিলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, আমি যেকোনো সময় আত্মহত্যা করতে পারি। ঠিক যতগুলো কারণে আমার বন্ধু মনজু গতকাল এসএম হলে আত্মহত্যা করেছে, আত্মহত্যা করার জন্য আমার কাছেও ঠিক ততোগুলো কারণ আছে। উদ্যোম তারুণ্য-পেরোনো প্রান্তিক বয়সে এসে, সেন্ট্রাল লাইব্রেরির নির্জনতায় বসে মাঝে-মাঝে আমি ভাবি- আমি এখন পরিচয়হীন, পরিচর্যাহীন-বেকার। আমি না ছাত্র, না পেশাজীবী। না কারো দায়িত্ব নেওয়ার যোগ্যতা আমার এখন হয়েছে, না আমার দায়িত্ব নিতে সমাজের আর আগ্রহ আছে। অর্থাভাবে ভীষণভাবে জর্জরিত। আত্মবিশ্বাস ভয়াবহ তলানিতে। মানসিকভাবেও ভীষণ বিপর্যস্ত। কাটছাঁট করে এই দুর্মূল্যের বাজারে সত্তর টাকায় সারাদিন পার করতে হয়। ‘কড়া’ হয়েছে বলে ক্যান্টিন বয় যখন গরু দিতে চায়, টাকা বাঁচাতে শুষ্ক হাসি দিয়ে ডায়েটে থাকার অযুহাতে সবজি নিয়ে আসতে বলতে হয়। লজ্জাশরমের মাথা খেয়ে মাঝে মাঝে মাছ কিংবা মাংসের একটু ঝোলের জন্য ক্যান্টিন বয়কে বলতে গিয়েও থেমে যাই। ডিম-আলু-ডাল জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে। বর্তমান বাজারদরে এগুলোও এখন সাধ্যের বাইরে।

বাংলাদেশ জার্নাল/এফএম

  • সর্বশেষ
  • পঠিত