ঢাকা, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪, ৯ আশ্বিন ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

রাজধানীতে তীব্র গরমে মধ্যরাতে মুষলধারে বৃষ্টি

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯:০৬

রাজধানীতে তীব্র গরমে মধ্যরাতে মুষলধারে বৃষ্টি
ছবি: সংগৃহীত

রাজধানীতে তীব্র গরমে মধ্যরাতে হঠাৎ বৃষ্টি। নগরবাসীর মধ্যে স্বস্তি ফিরেছে। এ যেন এক প্রশান্তির ছোঁয়া। এদিকে ঢাকার পার্শ্ববর্তী কিছু এলাকায় মধ্যরাতে হঠাৎ করেই নেমেছে মুষলধারে বৃষ্টি। বৃষ্টির সঙ্গে থেমে থেমে হয়েছে বজ্রপাতও। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার পর রাজধানীর বিভিন্ন এলাকায় এ বৃষ্টি শুরু হয়।

ঝড়ো বাতাসের সাথে মুষলধারে বৃষ্টি শুরু হয়ে টানা ২৫ মিনিটের বেশি সময় ধরে চলে। এই সময় ঝড়ো বাতাসের পাশাপাশি মেঘের গর্জনে কম্পিত হয় রাজধানীর মানুষ।

এদিকে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। যার প্রভাবে সারাদেশেই কমবেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ কমার সম্ভাবনা তৈরি হয়েছে।

আগামী ৭২ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ মো. শাহীন ইসলামের সই করা আবহাওয়া বার্তায় বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটির বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি থেকে সক্রিয় অবস্থায় রয়েছে।

বাংলাদেশ জার্নাল/আরএইচ

  • সর্বশেষ
  • পঠিত