ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ৮ মিনিট আগে
শিরোনাম

সোহেল রানার নেতৃত্বে নতুন রাজনৈতিক  প্লাটফর্ম!

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৪:২৫

সোহেল রানার নেতৃত্বে নতুন রাজনৈতিক  প্লাটফর্ম!
সোহেল রানার নেতৃত্বে নতুন রাজনৈতিক  প্লাটফর্ম!। ছবি: প্রতিবেদক

ভবিষ্যত বাংলাদেশ বিনির্মাণে চলচ্চিত্র অভিনেতা সোহেল রানার নেতৃত্বে নতুন রাজনৈতিক প্লাটফর্মের চেষ্টা চলছে। এ নিয়ে গতকাল বুধবার রাজধানীর গুলশানের একটি অভিজাত হোটেলে মত বিনিময় সভা হয়। সভায় তরুণ সমাজের মধ্যে যে জাগরণ তৈরি হয়েছে, তা সংরক্ষণ করতে হবে বলে মত দেন আলোচকরা।

তারা উল্লেখ করেন, দেশের সবগুলো ইনস্টিটিউশনকে নষ্ট করা হয়েছে, আজ্ঞাবহ করা হয়েছে। সেগুলো সংস্কার করে নতুন বাংলাদেশ গড়তে একটি প্লাটফর্ম করা হবে। সেখানে ১ বছরের জন্য একটি রোডম্যাপ করার প্রস্তাবও গৃহীত হয়। তারা বলেন, কিংস পার্টির মতো হাস্যকর কোনোকিছু আমরা করতে চাই না। আমরা জনআকাঙ্খার বাংলাদেশ বিনির্মাণ, রাজনীতিতে গুনগত পরিবর্তন ও প্রাতিষ্ঠানিক সংস্কার করে দুর্নীতি ও দুর্বৃত্তায়ন বন্ধ করতে চাই।

নতুন রাজনৈতিক দলের বিশেষ সমন্বয়কারী ইঞ্জিনিয়ার ইকরামুল খানের সার্বিক ব্যবস্থাপনায় সভায় বীর মুক্তিযোদ্ধা মাসুদ পারভেজ সোহেল রানা বলেন, আমরা অতীত নিয়ে নয়, দেশের ভবিষ্যৎ নিয়ে কাজ করতে চাই। আমরা নতুন একটি পলিটিক্যাল ফ্রন্ট করার ব্যাপারে সবাই একমত। তবে নাম, পতাকা, প্রতীক, গঠনতন্ত্র-উপবিধি কী হবে, সেটা ভাবার জন্য একটু সময় নেবো।

তিনি বলেন, নতুন বাংলাদেশের জন্য আমাদের রাজনৈতিক ফ্রন্ট নতুন হলেও রাজনীতিবিদ হিসেবে আমরা কিন্তু পুরনো। তিনি সাবেক মন্ত্রী দিদার বখত ও গোলাম সারোয়ার মিলনের উদাহরণ টেনে বলেন, তাদের রয়েছে বিশাল রাজনৈতিক ক্যারিয়ার। এরকম আরো অনেকেই আমাদের সাথে আসবেন, যদি আমরা জনপ্রত্যাশা পূরণ করার প্রত্যয় নিয়ে মাঠে কাজ করি।

সভায় আরও আলোচনা করেন, সাবেক মন্ত্রী দিদার বখত, গোলাম সারোয়ার মিলন, সিনিয়র সাংবাদিক সৈয়দ তোশারফ আলী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সাবেক উপ মহাপরিচালক ড. ফোরকান উদ্দিন আহমেদ, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, ব্যবসায়ী নেত্রী হেলেনা জাহাঙ্গীর, জাতীয় পার্টির যুগ্ম মহাসচিব ফখরুল আহসান শাহজাদা, নারী উদ্যোক্তা ও তৃতীয় লিঙ্গের প্রতিনিধি আনোয়ারা ইসলাম রানী।

এছাড়াও ছিলেন গণদলের চেয়ারম্যান গোলাম মওলা চৌধুরী, লে. কর্নেল অব. সাব্বির আহমেদ, জাতীয় পার্টির সাবেক যুগ্ম মহাসচিব হাসিবুল ইসলাম জয়, জাতীয় পার্টির নেত্রী মনোয়ারা তাহের মানু ও কাজী শামসুল ইসলাম রঞ্জন প্রমুখ সহ আরও অনেকে।

বাংলাদেশ জার্নাল/এএইচ/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত