ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩১ আপডেট : ২ মিনিট আগে
শিরোনাম

জয়পুরহাট থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার 

  জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশ : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৪:৩৯

জয়পুরহাট থানা থেকে লুট হওয়া অস্ত্র-গুলি উদ্ধার 
ছবি: প্রতিনিধি

জয়পুরহাট সদর থানা থেকে লুট হওয়া একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ৩৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে তাঁতীপাড়া সিমেন্ট ফ্যাক্টরি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় এসব উদ্ধার করা হয়।

জয়পুরহাটের পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ৫ আগস্ট সরকারের পতনের পর ওই দিন সন্ধ্যায়-জয়পুরহাট সদর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা থানার অস্ত্র এবং গোলাবারুদসহ বিভিন্ন সরকারি সম্পদ লুট করে নিয়ে যায়। মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের জয়পুরহাট চুনাপাথর খনি ও সিমেন্ট প্রকল্প মাঠের পাশের ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় পিস্তল, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়।

বাংলাদেশ জার্নাল/ওএফ

  • সর্বশেষ
  • পঠিত