ঢাকা, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ আপডেট : ২ ঘন্টা আগে
শিরোনাম

তরুণদের আঁকা গ্রাফিতি-ম্যুরাল প্রসঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর

  নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩০  
আপডেট :
 ১৭ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৮

তরুণদের আঁকা গ্রাফিতি-ম্যুরাল প্রসঙ্গে বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর
৩০ বছরের পেশাগত জীবনে এমনটা কোথাও দেখেননি

জুলাই-আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবে শহীদদের প্রতি সমবেদনা জানিয়েছেন বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর আবদুলায়ে সেক।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে সমবেদনা জানান তিনি।

এসময় ঢাকার দেয়ালে তরুণদের আঁকা গ্রাফিতি ও ম্যুরাল দেখে মুগ্ধ হয়েছেন জানিয়ে আবদুলায়ে সেক বলেন, তার পেশাগত জীবনের ৩০ বছরের মধ্যে তিনি কোথাও এমনটা দেখেননি।

এ সময় ড. ইউনূস বলেন, ছাই থেকে আমাদের নতুন কাঠামো তৈরি করতে হবে। আমাদের বড় ধরনের সহায়তা দরকার এবং আমাদের ছাত্র-জনতার স্বপ্নের দিকে মনোনিবেশ করতে হবে।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের সহায়তা করুন, আমাদের টিমের অংশ হোন। বিশ্বব্যাংকের কাছে কারিগরি সহায়তা চান প্রধান উপদেষ্টা।

বাংলাদেশকে সহায়তার কথা জানিয়ে বিশ্বব্যাংকের কান্ট্রি প্রধান বলেন, আমরা আপনাকে সহায়তা করতে পারলে খুশিই হব।

বাংলাদেশ জার্নাল/এসবিটি

  • সর্বশেষ
  • পঠিত